করোনা ভ্যাকসিন নিয়ে সর্বত্রই চলছে জল্পনা
টিনিউজ ওয়ার্ল্ড নিজস্ব প্রতিনিধি :- করোনা মহামারীতে প্রায় অনেক মানুষের জীবনাবসান ঘটেছে। করোনা ভাইরাস থেকে বাঁচতে অনেক কৌশল অবলম্বন করা হলেও অনেকেই আক্রান্ত হয়ে মারা গেছেন আবার অনেকেই সুস্থ হয়ে উঠেছেন।করোনা ভাইরাস গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছে।
বর্তমানে বিভিন্ন দেশ করোনা মুক্ত হওয়ার জন্য করোনা ভ্যাকসিন আবিষ্কার করেছে। কিন্তু সেই ভ্যাকসিন নিয়েও উঠছে অনেক প্রশ্ন।কেউ বলছেন এই করোনা ভ্যাকসিন অনেকের জীবন বিপন্ন করে দিচ্ছে। আমাদের ভারতবর্ষে কয়েকজন এই করোনা ভ্যাকসিন নিয়ে মৃত্যু বরণও করেছেন।
কেউ তো আবার এই ভ্যাকসিন নিয়ে ফাতাওয়া জারি করে দিয়েছে।কুয়েত এবং কাতারের কিছু উলামা মাশায়েখ বলেছেন, এই করোনা ভ্যাকসিনে শুকরের চর্বির সংমিশ্রণ আছে।অতএব শুকর যেহেতু ইসলাম তথা অন্য ধর্মেও নিষিদ্ধ তাই এই ভ্যাকসিন পরিহার করতে হবে।
যদিও কিছু পুর্বে সৌদি আরবের প্রিন্স মুহাম্মদ বিন সালমান স্বয়ং নিজেই করোনা ভ্যাকসিন নিয়েছেন।এমনকি গতকাল সৌদি আরবের বাদশা কিং সালমান তিনিও করোনা ভ্যাকসিন গ্ৰহণ করলেন।