টি নিউজ ওয়ার্ল্ড নিজস্ব সংবাদদাতা হরিরামপুর:- দঃ দিনাজপুর জেলার হরিরামপুরের পুন্ডরী গ্ৰাম পঞ্চায়েতের শিরশী গ্ৰাম পঞ্চায়েত অফিস থেকে লক্ষীপুর পর্যন্ত পাকা রাস্তার কাজ চালু হলো ।বাংলার মুখ্যমন্ত্রী দূর্গাপুজোর আগে সূচনা করেছিলেন পথশ্রী অভিযানের।
সেই পথশ্রী অভিযান চালিয়ে জানা যায় এই রাস্তাটি কাচা ছিল। অভিমান চালানোর পর এই কাঁচা রাস্তার কাজ শুরু হলো এই রাস্তার দির্ঘ প্রায় ২ কিঃ মিঃ বেহাল দশা ছিল। বর্ষার সময় গাড়ি ঘোড়া যানবাহন অ্যাম্বুল্যান্স তো দুরের কথা মানুষ ও হেঁটে যাওয়া যেতো না এই কাচা রাস্তাটি দিয়ে।
দুই মাস আগে পথ অবরোধ করেছিল গ্ৰামবাসিরা সেই অবরোধ সাফল্যের পর আজ রাস্তার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।কাজ চালু হয়েছে সেই জন্য গ্রামবাসীরা আনন্দিত হয়েছে ও ধন্যবাদ জানিয়েছে হরিরামপুরের বিডিও পূজা দেবনাথকে।