নিজস্ব প্রতিবেদক; টি নিউজ ওয়ার্ল্ড:-অর্ণব গোস্বামীর সাথে প্রাক্তন বিএআরসি এর সিএও পার্থ দাসগুপ্তর কিছু ব্যাক্তিগত চ্যাট ফাঁস হওয়ার পর পরে দেশজুড়ে শুরু জোর সমালোচনা ।ব্যাক্তিগত সুবিধার জন্য ওই ব্যাক্তির সাথে যোগাযোগ রাখতো অর্ণব । এমনকি বালাকোটের মতো এয়ার স্ট্রাইকের মতো ঘটনা আগে থেকেই জানতেন অর্ণব ।তথ্য ফাঁস হওয়ার পর রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে । জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করার অভিযোগ উঠেছে রিপাবলিক টিভির এডিটর ইন চিপ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে ।এই বিষয় নিয়ে সরকারের নীরবতা নিয়ে মুখ খুললেন এসডিপিআই । এসডিপিআই মনে করে অর্ণব গোস্বামী জাতীয় নিরাপত্তার জন্য বিপদজনক । অবিলম্বে অর্ণব গোস্বামীকে গ্রেফতার ও তার বিরুদ্ধে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানানো হয় এসডিপিআই এর পক্ষ থেকে। আজ গোটা ভারতের বিভিন্ন জায়গায় এসডিপিআই এর ডাকে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি লক্ষ্য করা যায় ।গ্রেফতারের পাশাপাশি অর্ণব গোস্বামীর চ্যানেল রিপাবলিক টিভির লাইসেন্স বাতিলের দাবি জানানো হয় ।