নিজস্ব সংবাদদাতা; টি নিউজ ওয়ার্ল্ড: স্বাস্থ্য বিভাগে আশা কর্মীদের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে লক্ষ্য করা যায়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর, বাচ্ছাদের টিকাকরণ সহ একাধিক কর্মসূচীতে আশা কর্মীদের বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায় ।২৭ই ফেব্রুয়ারী রাজ্য জুড়ে পালিত আশা দিবস ।আজ আশা কর্মীদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বঙ্গীয় আশা কর্মী ইউনিয়নের রাণীনগর ১ ব্লক কমিটির পক্ষ থেকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে আশা দিবস পালন ও কনভেনশনের আয়োজন করা হয়। বিভিন্ন এলাকার প্রায় ১৫৪ জন আশা কর্মীদের এইদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করতে লক্ষ্য করা যায় ।এইদিনের কর্মসূচিতে ইসলামপুর গ্রামীণ হসপিটালের বিএমওএইচ সহ অন্যান্য স্বাস্থ্য অধিকারিকদের উপস্থিতি লক্ষ্য করা যায় ।