সফুরা জারগারের মুক্তির দাবী ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার।
দিল্লীর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্রী ও CAA, NPR ও NRC বিরোধী গণআন্দোলনের অন্যতম মুখ অন্তঃসত্ত্বা সফুরা জারগর সহ একাধিক সমাজ কর্মীদের মিথ্যা মামলায় গ্রেপ্তারী ও দীর্ঘ কারাবাসের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে আজ ১৫/০৬/২০২০ জঙ্গীপুরে “ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া”-র মানব বন্ধন।
উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য আবু তাহের আনসারী,জেলা সম্পাদক ডাঃহাবিবুর রহমান,জেলা কমিটির সদস্য এম.এ.হান্নান,ব্লক সভাপতি মনিরুল ইসলাম,ব্লক সম্পাদক আসরাফ হোসেন সহ অন্যান্য নেতৃত্ব।
এছাড়াও স্থানীয় বহু জনগণ।
এই ধরণের অমানবিক কাজের সকলেই নিন্দা জানিয়ে তাঁর দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।